বিসিএস লাইভস্টক একাডেমি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। রাজধানী ঢাকা থেকে ২৮ কিলোমিটার দুরে ঢাকা আরিচা মহাসড়কের পুর্ব দিকে ৯.৪৬ একর জমির উপর ১৯৮৬ সালের ২৫ আগস্ট প্রথম প্রতিষ্ঠিত হয়। ১১ নভেম্বর ২০২০ তারিখে বিসিএস লাইভস্টক একাডেমিতে রুপান্তরিত করা হয়। বিসিএস লাইভস্টক একাডেমির উত্তরে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং কিউসি ল্যাব, দক্ষিনে সামরিক দুগ্ধ খামার, পুর্বে ফিসারিজ ট্রেনিং একাডেমী ও সরকারি পোল্ট্রি প্রজনন ও উন্নয়ন খামার এবং পশ্চিমে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
উদ্দেশ্যঃ
১. প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের পেশাগত জ্ঞানের উৎকর্ষ সাধনসহ কাজের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান;
২. প্রাণিসম্পদ সংশ্লিষ্ট উদ্ভাবিত সর্বাধুনিক ও টেকসই প্রযুক্তি সম্পর্কে কর্মকর্তাদের অবহিতকরণসহ উক্ত প্রযুক্তি মাঠ পর্যায়ে খামারীদের মাঝে হস্তান্তরের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান;
৩. সম্প্রসারণ ও উন্নয়ন মুলক কার্যক্রমসহ সরকারের নীতিমালা বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান;
৪. পেশার বহুমুখীকরনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, দারিদ্র হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে কর্মকর্তাদের ভুমিকা সম্পর্কে জ্ঞান দান করা;