Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জানুয়ারি ২০২৪

এক নজরে বিসিএস লাইভস্টক একাডেমি

বিসিএস লাইভস্টক একাডেমি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। রাজধানী ঢাকা থেকে ২৮ কিলোমিটার দুরে ঢাকা আরিচা মহাসড়কের পুর্ব দিকে ৯.৪৬ একর জমির উপর ১৯৮৬ সালের ২৫ আগস্ট প্রথম প্রতিষ্ঠিত হয়। ১১ নভেম্বর ২০২০ তারিখে বিসিএস লাইভস্টক একাডেমিতে রুপান্তরিত করা হয়। বিসিএস লাইভস্টক একাডেমির উত্তরে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং কিউসি ল্যাব, দক্ষিনে সামরিক দুগ্ধ খামার, পুর্বে ফিসারিজ ট্রেনিং একাডেমী ও সরকারি পোল্ট্রি প্রজনন ও উন্নয়ন খামার এবং পশ্চিমে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
 
রুপকল্প (Vision)
বিসিএসএলএকে জনস্বার্থে নিবেদিত দেশপ্রেমিক, দক্ষ ও পেশাদার জনসেবক গড়ে তোলার উদ্দেশ্যে গুনগত মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাণিসম্পদ            বিভাগীয় কর্মকর্তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনের উপযোগী করে তোলা।
 
মিশন (Mission)
১. গবেষণা, পরিচালনা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নিমিত্তে দেশী-বিদেশী মানসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে কার্যকর অংশীদারিত্ব স্থাপন এবং জ্ঞান চর্চার সংস্কৃতিকে উৎসাহ প্রদান;
২. দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত খামারীদের মাঝে হস্তান্তরের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান।